ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

পুলিশের আচরণে ধৈর্য্যের পরিচয় পাচ্ছি, কেন বললেন আরজে কিবরিয়া

প্রকাশিত: ১৫:৪১, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪৩, ২২ মার্চ ২০২৫

পুলিশের আচরণে ধৈর্য্যের পরিচয় পাচ্ছি, কেন বললেন আরজে কিবরিয়া

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) আজ শনিবার (২২ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে 'পুলিশের আচরণে ধৈর্য্যের পরিচয় পাচ্ছি' ক্যাপশনে একটি ভিডিও শেয়ার করেছেন।

এই ভিডিওটি মূলত 'কমরেড মাহমুদ (Mahmudul Islam)' নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ আপলোড করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর শাহবাগে দুজন নারী পুলিশের সাথে খারাপ ব্যবহার করছেন। তারা অকথ্য ভাষায় পুলিশকে গালমন্দ করছেন। কিন্তু পুলিশ প্রতিবাদ না করে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে।

পোস্টদাতা মাহমুদুল ইসলাম ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, 'সেদিন শাহবাগে সোনাগাছির মেয়েগুলো পুলিশের সাথে যা করেছে কল্পনাতীত! এই ভিডিও তখন আসেনি। পুলিশ ভাই গুলো চরম ধৈর্যের পরিচয় দিছে।'

সোনাগাছির মেয়েগুলোকে বেশি লাই না দিতে জানিয়ে তিনি ক্যাপশনে আরও লেখেন, এদের আইনের অধীনে আনুন।

ক্যাপশনের শেষে তিনি 'আপডেট' যুক্ত করে লেখেন, 'একজন আইনজীবী এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চান। এদের নাম পরিচয় কারো জানা থাকলে প্লিজ উল্লেখ করুন।'

 

সূত্র: https://www.facebook.com/share/1Y53pKXiaQ/

রাকিব

×