
কোনোভাবে আবারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।
শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তালাত মাহমুদ রাফি বলেন, ‘৫ আগস্টে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র-জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে।এখন শুধুমাত্র অফিশিয়াল ঘোষণাটা বাকি।
আমরা এখনো সেই অপেক্ষায়, কিন্তু যদি কোনোভাবে সেই ঘোষণাটা দেওয়ার বিলম্ব করা হয় তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ভারতের প্রেসকিপশনে হবে না। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে।
তিনি আরো বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু।
ফুয়াদ