
ছবি: সংগৃহীত
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গতকাল (২১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টের একটি পোস্টে লিখেছেন, 'দেড় দশকের ফ্যাসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে। সেগুলো সংস্কার ও বদলানোর প্রক্রিয়া গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। ঐক্য রিকারেন্ট হোক, ভায়োলেন্স না।'
এছাড়া, স্থিতিশীল রাষ্ট্রে অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কাজ আরো দ্রুততার সাথে করতে পারবে বলে জানান তিনি।
উপদেষ্টা মাহফুজ আলম আরও লেখেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে সরকার গত কয়েক মাস ধরে কাজ করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থা ও সক্রিয়তা ফিরিয়ে আনা খুবই জটিল প্রক্রিয়া ছিল উল্লেখ তিনি আরও বলেন, শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না।
ফেসবুক পোস্টে তিনি পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরম্যান্সের ভিত্তি বলে জানান। এছাড়া, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি, পদচ্যুতি ও বিচারের আওতায় এনেছে উল্লেখ করে তিনি জানান, তদন্ত সাপেক্ষে অন্যদেরও বিচার করা হবে।
সূত্র: https://www.facebook.com/share/p/1DCntdkj3M/
রাকিব