
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। ছবিঃ সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান এবার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের তর্ক বিতর্ক নিয়ে নিজস্ব মতামত দিয়েছেন। তিনি ভারত ও আওয়ামী লীগ কে একই কাতারে ফেলে উভয়ই নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (২১ মার্চ) তার নিজস্ব ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসিনুর রহমান লিখেছেন, ‘'আওয়ামী লীগ ও ভারত এক। এরা নির্বাচনে অংশ নিতে পারবে না।’’
তিনি আওয়ামী লীগ সমর্থকদের ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘আওয়ামী চেতনা ধারণকারীরা মোদীর দেশে চলে যান
এদেশে আপনার স্থান নাই।’
মুমু