
ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে একটি সমাবেশের আয়োজন করা হবে। এই সমাবেশ ২২শে মার্চ, বিকাল সাড়ে তিনটায়, শাহবাগে অনুষ্ঠিত হবে।
সমাবেশটি আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর শাখা। মাহিন সরকার বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করা হবে। দেখা হবে ইনশাআল্লাহ।"
এই সমাবেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দ্রুত বিচারের দাবি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
আঁখি