ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

কোনোভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না।: মাহফুজ আলম

প্রকাশিত: ০৫:৩০, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৩৪, ২২ মার্চ ২০২৫

কোনোভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না।: মাহফুজ আলম

ছবি:সংগৃহীত

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্টে লিখেছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর জন্য গত কয়েক মাস ধরে কাজ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থা ও সক্রিয়তা ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া ছিল। তিনি বলেন, শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না।

 

 

 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা পুনর্গঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের শাস্তি, পদচ্যুতি এবং বিচারের আওতায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্যান্যদেরও বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান। এছাড়া, তিনি সব প্রতিষ্ঠানকে নিজেদের ভেতর থেকে পরিষ্কার করার আহ্বান জানান। তবে, তিনি সতর্ক করে দেন যে, কোনোভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না।

 

 

মাহফুজ আলম আরও বলেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন অনেক কলুষতা রেখে গেছে। সেগুলো সংস্কার ও পরিবর্তনের প্রক্রিয়া অবশ্যই গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা নয়, স্থিতিশীলতা বজায় রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি স্থিতিশীল রাষ্ট্রে সংস্কার ও বিচারের কাজ আরও দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে।

আঁখি

×