ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ২১ মার্চ ২০২৫

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর দমন নিপীড়নের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশ

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিরীহ মানুষের ওপর চালানো এই নির্যাতন বন্ধের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
সাতক্ষীরা ॥ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে শুক্রবার বাদ জুমা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনটির শহর সভাপতি আল মামুন। 
চুয়াডাঙ্গা ॥ ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা ওলামা পরিষদ ও ইনতিফাদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বড়বাজার মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এর আগে বড়বাজার মুক্তমঞ্চে ওলামা পরিষদ সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি আব্দুস সামাদ, ইনতিফাদা ফাউন্ডেশন সভাপতি সাইফুল ইসলাম, ওলামা পরিষদ চুয়াডাঙ্গা-কুষ্টিয়া অঞ্চলের সেক্রেটারি মোস্তফা কাশেমী ও ওলামা পরিষদ চুয়াডাঙ্গা পৌর সভাপতি মুফতি মামুন অর রশিদ। বক্তারা ফিলিস্তিনে মুসলিম হত্যা বন্ধ ও পণ্য বর্জনের আহ্বান জানান। 
মাগুরা ॥ ইসরাইলি বাহিনীর  আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিশ মাগুরা জেলা শাখা ও সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল বের করে। স্লোগানসহ  মিছিলটি  শহরের নোমানি ময়দান থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। বক্তারা ইসলরাইলি বাহিনীর হত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদ জানান।
ঠাকুরগাঁও ॥ ইসরাইলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির জেলা শাখা। শুক্রবার জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা শহরের চৌরাস্তায় জমায়েত হয়ে স্লোগান মুখরিত করে তোলেন। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে সমাবেশ ও মোনাজাত করেন। এদিকে, জেলা ছাত্র শিবিরের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড থেকে  একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা সরকারকে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। 
দিনাজপুর ॥ গাজায় চলমান যুদ্ধবিরোধী অবস্থান জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেন।
‘সোলিডারিটি উইথ প্যালেস্টাইন’ ব্যানার হাতে নিয়ে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদি স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। নিরীহ মানুষের ওপর চালানো নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
শিবচর, মাদারীপুর ॥ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে পৃথকভাবে দুটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে মুসলিম হত্যা বন্ধের দাবি জানান। শুক্রবার জুমার নামাজ শেষে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সহসাধারণ সম্পাদকের নেতৃত্বে মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা করা হয়। মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
অপরদিকে একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। দুই দলের নেতাকর্মী ছাড়াও মিছিল দুটিতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। 
ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ গাজায় নজিরবিহীন হত্যার প্রতিবাদে ইসলামী বিশ^বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিলে মুসল্লিরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও প্রধান ফটক এলাকা ঘুরে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। 
মাধবপুর, হবিগঞ্জ ॥ ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুরের মানুষ। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মাধবপুর উপজেলা পরিষদের সামনে থেকে  ঢাকা সিলেট  মিছিল শুরু হয়। মিছিলে জুমা নামাজের পর কয়েক হাজার মুসলিম জনতা বিভিন্ন মসজিদ থেকে মিছিলসহকারে মাধবপুর উপজেলা শহরে মিলিত হয়। পরে তারা  মিছিল নিয়ে মাধবপুর বাজার ও মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে  উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। মাধবপুর থানা পুলিশ জানায়, শুক্রবার জুমা নামাজের পর তৌহিদি জনতা শান্তিপূর্ণ মিছিল করেছে। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

×