ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

জুলাই স্পিরিট ছিলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫১, ২১ মার্চ ২০২৫

জুলাই স্পিরিট ছিলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে: শিবির সভাপতি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিট ছিলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের জুলুম, দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের বিপক্ষে। জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখার জন্য যদি আমাদের আবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, দিবো। এরপরেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, ন্যায়ের পক্ষে থাকবো। এটা ছিল জুলাই বিপ্লবের অন্যতম স্পিরিট। 

তিনি বলেন, আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। 

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিলো আমরা মজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম এবং মজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত থাকে। সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিলো ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিলো, চিন্তার ভিন্নতা ছিলো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিলাম। 

তিনি আরও বলেন, জুলাইয়ের স্পিরিট ছিলো ভ্রাতৃত্ব ভালোবাসা। সেক্রিফাইজ করার মানসিকতা। যার কারণে আহত অনেককে সাহায্য করার সময় তারা বলেছে, "আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান।" 

শিবির সভাপতি বলেন, আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময়ে যে মানসিকতা ছিলো, কেন জানি সেটা থেকে আমরা সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি নিজেকে জাহির করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি আবদুল জব্বার। 

ইমরান

×