ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগকে ফেরাতে হাসনাতসহ দু’জনকে চাপ

প্রকাশিত: ২১:২৫, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে ফেরাতে হাসনাতসহ দু’জনকে চাপ

আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ।

রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লেখেন তিনি।

জানান, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্রের চেষ্টা চলছে। আর এর মূল ভাগে রয়েছে ভারত। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।

তারা এপ্রিল, মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার, শেখ হাসিনাকে অস্বীকার এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রতিশ্রুতিতে জনগণের সামনে আসবে। এই পরিকল্পনা তিনি ছাড়া আরও দু'জনের কাছে উপস্থাপন করা হয়েছে দাবি করে তার অভিযোগ, তা মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের ফেরার সমর্থনে চাপ প্রয়োগ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে জানিয়ে হাসনাত আরও বলেন, পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

ফুয়াদ

×