ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর

প্রকাশিত: ২০:৪৩, ২১ মার্চ ২০২৫

কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) কালিয়াকৈর পৌর বিএনপি ও উপজেলা বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে। কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি সামছুল আলম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মজিবুর রহমান।

ইফতার মাহফিল প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, 'শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, আমাদের নেত্রী ও আমাদের মা খালেদা জিয়া রোগমুক্তির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।' এছাড়া, তাদের জন্য উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

কালিয়াকৈর উপজেলা বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।

এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এম এরশাদ হোসেন ফকির এরশাদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জসিম দেওয়ান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদ, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন খাঁন, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া, কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জয়সহ কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

রাকিব

×