
ছবি: সংগৃহীত
ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দকে দ্বিগুণ করতে বসুন্ধরা নেইবারহুড গ্রুপের উদ্যোগে দুস্থ ও অসহায় কিছু পরিবারের মাঝে ক্ষুদ্র পরিসরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।
আজ ২১ মার্চ (শুক্রবার) মধ্যাহ্নে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৪ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা।
গ্রুপটি বিগত কয়েক বছর ধরে বসুন্ধরা আবাসিক এলাকার কমিউনিটি নিয়ে কাজ করছে। এই গ্রপটি কাজ করছে উদ্যোক্তা, ব্যবসায়ী শিক্ষক, খেলোয়ার, গৃহিণী এবং নানান পেশাজীবিদের মধ্যে দূরত্ব কমিয়ে আন্তরিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সারা বছর নানান রকমের কর্মকাণ্ড পরিচালনা করে। এবার তারা স্বল্প পরিসরে বসুন্ধরা আবাসিকে বসবাসরত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছেন।
বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঈদ উপহারে দিয়েছেন সয়াবিন তেল, গুড়া দুধ, সেমাই, চিনিগুড়া চাল, কিশমিশ- বাদাম, আদা রসুন সাবান শ্যাম্পু এবং গরম ও গুড়া মশলা ইত্যাদি বিতরণ শেষে জানিয়েছেন, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে আমাদের এই সামান্য ঈদ উপহার। রোজার ঈদে স্বল্প পরিমাণে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে আগামীতে আমরা আরও বড় পরিসরে ঈদ উপহার দিতে পারব বলে আশা করছি৷
বসুন্ধরা নেইভারহুড গ্রুপের এডমিন ফারহাতুল জান্নাত জানান, মানবিক কাজে আমরা সব সময় এগিয়ে আসতে চাই। সেই লক্ষ্যে রমজানের ঈদকে সামনে রেখে আমরা ঈদে ব্যবহার্য কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। সব শুভ কাজে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের পাশে থাকতে চায় বসুন্ধরা নেইবারহুড।
এসময় গ্রুপের এডমিন ফারহাতুল জান্নাত, মর্ডারেটর লায়লা শার্লিন শোলে এবং সক্রিয় সদস্য সৈয়দা শাকিলা হায়দার, ইমরান খান প্রীতম, শামীমা আক্তার হাসান, মোহাম্মদ মেহেদী, শামীম আরা লিটু, সিফাত হোসেন হিমেল, আরিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফারুক