ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঈদে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী, ভাড়া কিছুটা বৃদ্ধি

প্রকাশিত: ১৮:৪৪, ২১ মার্চ ২০২৫

ঈদে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী, ভাড়া কিছুটা বৃদ্ধি

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা গেছে, অনেকেই ঈদের ভিড় এড়াতে পরিবারসহ আগেভাগেই বাড়ির পথে রওনা দিয়েছেন। তবে এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোন অভিযোগ ওঠেনি, তবে ঈদের দু-এক দিন আগের টিকিটের জন্য কিছুটা বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছে যাত্রীরা।

ঈদের ছুটিতে রাজধানী থেকে বের হওয়া যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ করা গেছে। এক যাত্রী বলেন, "যেহেতু ছুটি পাওয়া গেছে একদিনে দ্রুতই চলে যাচ্ছি বাবা-মায়ের সাথে বেশি সময় কাটানোর জন্য।"

রাজধানীর বাস স্ট্যান্ড, কাউন্টার ও রেল স্টেশনে ঈদের চাপ এখনও তৈরি হয়নি। কাউন্টারগুলো বেশ ফাঁকা দেখা যায়, এবং চাকরিজীবীরা আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। যদিও নিজেদের যাত্রা তারা করবেন ঈদের শেষ মুহূর্তে। এক যাত্রী জানান, "তখন ভিড় বেশি থাকবে দেখে একসাথে আর কি, আমরা আগে পাঠিয়ে দিলাম।"

এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া বাড়ানো হয়নি। তবে কিছু যাত্রী জানাচ্ছেন, অগ্রিম টিকিটের জন্য খরচ কিছুটা বেড়েছে। কাউন্টারের কর্মীরা জানাচ্ছেন, ২৫ তারিখ থেকে দূরপাল্লার টিকিটে শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়া নেয়া হচ্ছে এবং এসি বাসগুলোতে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। তাদের দাবি, এই ভাড়া সরকার অনুমোদিত চার্ট অনুযায়ী নেওয়া হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার ছিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনে ঈদ ট্রেনের ৭২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে অনলাইনে।

এভাবে ঈদের যাত্রা নিয়ে রাজধানী ছাড়ার প্রস্তুতি চলছে, এবং যাত্রীরা ভাড়া বৃদ্ধির বিষয়ে সামান্য অভিযোগ জানালেও, সঠিকভাবে ভাড়া নেয়া এবং পরিপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করেছে পরিবহন সংশ্লিষ্টরা।

সূত্র: https://www.youtube.com/watch?v=yMaHgoPM_34

আবীর

×