ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

কৃষিজমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার ও ইট ভাটাকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৫৩, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৩, ২১ মার্চ ২০২৫

কৃষিজমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার ও ইট ভাটাকে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার দায়ে চান মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে কলাপাড়ার সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক এই দণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া, একই দিনে মাইটভাঙ্গা গ্রামে শাপলা ব্রিক্স নামে একটি ইট ভাটাকে ভেকু মেশিনে কৃষিজমির মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনে এই দণ্ড প্রদান করা হয়। এসময় চারটি বৈদ্যুতিক ব্যাটারিও জব্দ করা হয়েছে।

রাকিব

আরো পড়ুন  

×