
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক ভারতের হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, "ভারতে মুসলমানদের রক্ত নিয়ে আবার 'হোলি' খেলার পায়তারা চলছে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে, সেটি ভারতকে বিভক্ত করে ফেলবে।"
তিনি আরও বলেন, "আওরঙ্গজেবের সমাধিতে আঘাত করা হলে, আমরা সেটিকে গাজওয়ায়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব।" মামুনুল হক ভারতের উদ্দেশ্যে বলেন, "ভারত সরকারের উচিত তত্ক্ষণাত্ কার্যকরী পদক্ষেপ নেওয়া। যদি তারা ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবিরোধী কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
মামুনুল হক ভারতের মুসলিম নিধন নিয়ে বলেন, "ভারত ও ইসরাইল যৌথভাবে মুসলমানদের রক্তে রঞ্জিত করছে। তারা এই পৃথিবীর মানচিত্রকে বদলাতে চাচ্ছে।" তিনি বাংলাদেশের সরকারকে মুসলিম বিশ্বের শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তব্যে মামুনুল হক আরও বলেন, "আমি বাংলাদেশের সরকারকে বলব, তাদের কাছে কোনো প্রকার নীরব দর্শকের ভূমিকা আশা করা হচ্ছে না। তাদের উচিত ভারতকে তলব করে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা, এবং পৃথিবীর মানবতাবাদী শক্তিকে একত্রিত করে ভারত ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।"
এভাবে, তিনি আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশ সরকারকে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=3X9uemlrX6w
আবীর