ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

৩০০ টাকার পেঁয়াজ এখন ৩০ টাকা, সবজির দাম কমায় হাসি ফুটছে ক্রেতার মুখে

প্রকাশিত: ১৭:১৪, ২১ মার্চ ২০২৫

৩০০ টাকার পেঁয়াজ এখন ৩০ টাকা, সবজির দাম কমায় হাসি ফুটছে ক্রেতার মুখে

ছবি: সংগৃহীত

রমজান মাসে পণ্যদ্রব্যের দাম সাধারণত বেড়ে যায়, তবে এবার বাজারে কিছু পণ্য বিশেষ করে সবজি ও মসলার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য মসলা সামগ্রীও দাম ধরে রেখেছে। যদিও বেগুন ও শসার দাম কিছুটা বেশি, তবে বাজারে অন্যসব সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, এই রমজানে বেশ কিছু সবজির দাম কম। যেমন, ভেন্ডি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটল ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৪০ থেকে ৫০ টাকা, এবং চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, বেগুনের দাম কিছুটা বেশি, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি, কারণ বর্তমানে লম্বা বেগুনের চাহিদা বেশি।

এদিকে, খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে, মাছ ও মুরগির দাম কেজি প্রতি ৫০ টাকা বাড়ানোর খবর পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগির দাম সামনে আরো বাড়তে পারে। এক বিক্রেতা বলেন, "আমরা যেভাবে কিনে আছি, তার থেকে ২০-১০ টাকা লাভে বিক্রি করছি। তবে, গত সপ্তাহে দাম কম ছিল, এবার দাম বাড়ছে এবং সামনে আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে।"

ক্রেতারা বাজারের স্থিতিশীল পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এক ক্রেতা বলেন, "গত ১৫ বছরে রমজানে এমন স্থিতিশীল বাজার আমি কখনো দেখিনি। দাম মোটামুটি ভালো, মানুষ ভালোভাবেই কিনতে পারছে।"

অন্যদিকে, আরেক ক্রেতা বলেন, "গত বছর পেঁয়াজের দাম ছিল ৩০০ টাকা কেজি, এবার ৩০ টাকা কেজি। কাঁচামরিচের দাম ছিল ৪০০-৫০০ টাকা কেজি, এবার ৪০ টাকা কেজি। টমেটোর দাম ছিল ১০০-১২০ টাকা, এবার ১৫-১০ টাকা কেজি। সব সবজির দামই কমেছে।"

এভাবে, রমজানে বাজারের দাম স্থিতিশীল থাকার ফলে ক্রেতারা বেশ স্বস্তিতে আছেন।


সূত্র: https://www.youtube.com/watch?v=HCeoS9leKbk

আবীর

×