ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত: ১৭:০১, ২১ মার্চ ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় (নাগরি পার্টি এনসিপি)। 

আজ শুক্রবার (২১ মার্চ) দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিনি শিশিরের মাধ্যমে এ  জরুরি সংবাদ সম্মেলনের জন্য গণমাধ্যমকে জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়,প্রিয় সাংবাদিক বন্ধুগণ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

তারিখ: আজ শুক্রবার 
সময়: সন্ধ্যা ৭:০০
স্থান: রূপায়ন টাওয়ার, ১৫ তলা।

আপনাকে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো। আপনার মূল্যবান উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধন্যবাদান্তে,
জয়নাল আবেদীন শিশির 
যুগ্ম সদস্য সচিব, 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

×