
জান দেবো, জুলাই দেবো না বলে মন্তব্য করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
গতকাল রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে হাদি একথা জানান।
হাদি তার পোস্টে উল্লেখ করেন, এখন আমরা ডরাই খালি আল্লাহরে। মনে রাইখো- জান দেবো, জুলাই দেবো না!
হাদির সেই পোস্টে, মহিনুল হাসান নামে একজন লিখেছেন,
যেই সাহস ইতিপূর্বে কেও দেখাইতে পারেনাই সবাই দালালি করচে,,সে সাহস হাসনাত ভাই দেখাইছেসরাসরি ক্যান্টেনম্যান্ট নিয়ে অভিযোগ,পুরোটাই কলিজা।
মাহফুজুর রহমান নামে একজন লিখেছেন,আবারো আসিফ মাহমুদের সেই কথা মনে পড়ে গেল "আজকে রাতে সমন্বয়করা বেঁচে থাকতে পারবে কিনা আমরা জানিনা" সাবাস হাসনাত ভাই।এমন একজন নেতাই তো এই জেন-জি ডিজার্ভ করে
ফুয়াদ