
ছবি: সংগৃহীত
ঈদের সময়ে মুরগির দাম বৃদ্ধির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা কর্মকর্তা জানান, গতকাল যেই সোনালী মুরগির দাম ছিল ১৬০ থেকে ২৮০ টাকা কেজি, আজকে সেই মুরগির দাম বেড়ে ৩২০ টাকা কেজি হয়ে গেছে। অর্থাৎ, প্রতি কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
তারা জানায়, মুরগির দোকানগুলোতে দাম বৃদ্ধির কারণ হিসেবে দাবি করা হয়েছে যে, ক্রয় মূল্য বেড়ে গেছে। তবে, ক্রয়ের স্বপক্ষে কোনো ক্যাশ মেমো বা কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। তাদের কথায়, ঈদ উপলক্ষে কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়েছে।
ভোক্তা অধিকার কর্মকর্তা আরও বলেন, "আমরা তদন্ত করেছি এবং এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে, এবং আমরা এই ধরনের অস্বচ্ছ দাম বৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।"
এই অভিযানের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্রেতাদের স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছে এবং নিয়মিতভাবে বাজারে তদারকি চালাচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=zvsDk1ss1Ss
আবীর