ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বিমান টিকিটে নতুন নিয়ম: সিন্ডিকেটিং বন্ধ, পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

প্রকাশিত: ১৬:২১, ২১ মার্চ ২০২৫

বিমান টিকিটে নতুন নিয়ম: সিন্ডিকেটিং বন্ধ, পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

দেশের বিমান টিকিট বুকিং প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। এখন থেকে যাত্রীদের টিকিট বুকিং করতে গেলে তাদের পাসপোর্ট নম্বর প্রদান করতে হবে। সরকারের নতুন নীতিমালায় বলা হয়েছে, গ্রুপ ভিত্তিক বুকিংয়ের মাধ্যমে বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর থাকবে না।

পূর্বে কিছু সিন্ডিকেট গ্রুপ টিকেট বিক্রি করে পরে তাদের দাম দ্বিগুণ বা ত্রিগুণ করে বিক্রি করতো, যা ছিলো একটি বড় ধরনের অব্যবস্থা। এই সমস্যার সমাধান করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এবং অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন যাত্রীকে টিকিট বুকিংয়ের সময় পাসপোর্ট নম্বর দিতে হবে। যদি তিন দিনের মধ্যে টিকিটটি কেনা না হয়, তবে তা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এর মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে বড় পরিমাণ টিকিট বুকিং করে দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিমান টিকিট বিক্রির সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করবে এবং ভোক্তাদের প্রতি ন্যায়বিচার প্রদান করবে।

 সূত্র ঃ https://www.facebook.com/share/v/12GMctyGpP5/

রাজু

×