ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

কামাল হোসেন খান, মতলব উত্তর, চাঁদপুর

প্রকাশিত: ১৬:০৩, ২১ মার্চ ২০২৫

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ তারিখ রাত ৮টা ৩৫ সময় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক। আসামিকে আজ শুক্রবার চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ তারিখ রাত ৮টা ৩৫ মিনিটের সময় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২) কে আটক করা হয়েছে।

যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, ২টি ছুরি, ২টি কাটার এবং নগদ ১৩, হাজার ৩ শত ৯০ টাকা উদ্ধার করা হয়। 

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আবীর

×