ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

রেমন্ড ব্রান্ডের পোশাক নকল; গুলিস্তানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ১৫:৪৭, ২১ মার্চ ২০২৫

রেমন্ড ব্রান্ডের পোশাক নকল; গুলিস্তানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ছবি: সংগৃহীত

ঈদ বাজার ও কেনাকাটাকে সামনে রেখে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং ও অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার গুলিস্তানে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়লো নকল রেমন্ডের শার্ট। ভোক্তা কর্মকর্তারা অভিযানকালে হাতেনাতে 'মেইড ইন ইন্ডিয়া', 'রেমন্ড' এসব ট্যাগ লাগিয়ে শার্ট বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে বিষয়টি ধরে ফেলেন।

পরবর্তীতে জানা গেল এগুলো নকল রেমন্ড এবং ভারতীয় প্রোডাক্ট নয়। এগুলো গুলিস্তানে তৈরি পোশাক। তাতে ট্যাগ লাগিয়ে ব্রান্ডগুলোর ভুয়া প্রোডাক্ট বিক্রি হচ্ছে।

সতর্কতা স্বরুপ ভোক্তা কর্মকর্তা দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করে।


সূত্র: https://www.youtube.com/watch?v=ekpx-kY3Sws

আবীর

×