
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
আজ ২১ মার্চ (শুক্রবার) দুপুরে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’
গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
এর পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। হাসনাত আব্দুল্লাহর এই দাবির প্রেক্ষিতে, রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের বক্তব্যে এ ধরনের পরিকল্পনা রাষ্ট্রীয় সুরক্ষা এবং গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আজ জুমার পর কয়েকটি রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা আগামী দিনগুলোতে আরও বড় রাজনৈতিক জটিলতার জন্ম দিতে পারে।
ফারুক