ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান রাশেদ খাঁনের

প্রকাশিত: ১৪:৪৪, ২১ মার্চ ২০২৫

ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মিছিল বা বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানোর আহ্বানও জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি জনগণকে সচেতন থাকার অনুরোধ করেন এবং যে কোনো ধরনের উসকানিতে পা না দিতে সতর্ক করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, "সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল ভালো হবে না, বরং হিতে বিপরীত হতে পারে।"

তিনি আরও বলেন, "সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিল অপরিসীম। আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা আগের মতোই জনগণের পক্ষে থাকবেন। গুটিকয়েক ব্যক্তির ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।"

রাশেদ খান বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিন, মিছিল-বিক্ষোভ করুন। কিন্তু কোনোভাবেই মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলে অংশ নেবেন না। গণঅভ্যুত্থানের পর আমাদের সব সিদ্ধান্ত ঠান্ডা মাথায়, ধৈর্য সহকারে নিতে হবে।"

তিনি আরও বলেন, "হঠকারিতার কারণে যেন জাতিকে চরম মূল্য দিতে না হয়। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আশপাশের মানুষকেও সতর্ক করতে হবে।"
 

সায়মা ইসলাম

×