ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বিআরটিএ’র চেয়ারম্যান গাবতলী বাস টার্মিনালে, ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ঘোষণা

প্রকাশিত: ১৩:০৪, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:০৫, ২১ মার্চ ২০২৫

বিআরটিএ’র চেয়ারম্যান গাবতলী বাস টার্মিনালে, ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ২১ মার্চ ২০২৫ ইং তারিখ বিআরটিএ'র চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ ইয়াসীন গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে   গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিআরটিএ, চেয়ারম্যান মহোদয় সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা , ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খালখন্দ মেরামত/সংস্কার করা ইত্যাদি বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার হতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকগন যেন নিরাপদে গাড়ি চালনা করে ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

আজাদ /রাজু

×