ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

ন্যায়বিচার করুণা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার: তাসনিম জারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২১ মার্চ ২০২৫

ন্যায়বিচার করুণা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ছবিঃ সংগৃহীত

যারা অপরাধী তারা সমাজে খোলামেলাভাবে ঘুরে বেড়াবে আর যারা নির্যাতিত তারা বিচারের দাবি করতে থাকবে দ্বারে দ্বারে গিয়ে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। 

তিনি বলেন, ‘সমাজে ঘৃণ্য অপরাধ যারা করছে তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াবে, আর যারা নির্যাতিত তাদেরকে কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ হতেই হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিগতবছিরে যেই বিচারহীনতার সংস্কৃতি ছিলো সেটা থেকে বের হতেই হবে।’

তাসনিম জারা আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীলদের মনে রাখতে হবে যে, ন্যায়বিচার কারো প্রতি করুণা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। এই ক্ষেত্রে যত ধরণের এ রকম অপরাধ রয়েছে সেগুলোর নির্দিষ্ট বিচার দ্রুততার সাথে করা প্রয়োজন।’

মুমু

×