ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

তৈরী পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৭, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৬:৫৭, ২১ মার্চ ২০২৫

তৈরী পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ছবি:সংগৃহীত

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি বেড়েছে। তবে উৎপাদন ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় রপ্তানির এই ঊর্ধ্বগতি নিয়ে ব্যবসায়ীরা খুব একটা ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না। 

 

 

 

এই সময়ে বাংলাদেশ মোট ১৯.৮৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.২৮ শতাংশ বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ৩.৮৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। তবে গার্মেন্টস মালিকরা বলছেন, ব্যবসায়িক খরচ প্রতিনিয়ত বাড়ছে, অন্যদিকে ক্রেতাদের কাছ থেকে দাম বাড়ানো যাচ্ছে না। এর ফলে অনেক কারখানা হ্যান্ড টু মাউথ চলছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য সংখ্যা এক সময় ৬০০-এর বেশি ছিল, যা এখন কমে মাত্র আড়াই হাজারে নেমে এসেছে। এই অবস্থায় প্রায় ৪০০ কারখানা বন্ধ হয়ে গেছে।

 

 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মাহি হাসান বলেছেন, "দেশে ব্যবসায়িক নানা চ্যালেঞ্জ থাকলেও পোশাক শিল্প ভালো ধারায় আছে। ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আশা করছিলাম যে রপ্তানি খাতে সুবিধা আসবে। তবে আমরা বর্তমানে চারটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছি। প্রথমত, গ্যাস ও বিদ্যুতের সংকট; দ্বিতীয়ত, ব্যাংকিং খাতে অরাজকতা; তৃতীয়ত, এনবিআর, কাস্টমস এবং ভ্যাট-সংক্রান্ত নীতিগুলো দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন; এবং চতুর্থত, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা।"

 

 

এদিকে, চীনা পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর কারণে চীনের অনেক অর্ডার বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আরও এগিয়ে যেতে পারে। তবে শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পের টেকসই উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

 

 

সর্বোপরি, তৈরি পোশাক শিল্পে রপ্তানি বৃদ্ধি ইতিবাচক হলেও উৎপাদন খরচ বৃদ্ধি, মূল্য সংকট এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পকে টেকসই পথে এগিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ।

 

সূত্র: https://youtu.be/tUwKnQT4DH4?si=ywBSL3NUc0jx-dD1 

আঁখি

×