ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

৯৬টি দেশি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে, নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করছে ইসি

প্রকাশিত: ০৬:০৭, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৬:১০, ২১ মার্চ ২০২৫

৯৬টি দেশি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে, নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করছে ইসি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর তালিকা বাতিলের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করার বিষয়ে কমিশনের এক বৈঠকে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ২০ মার্চ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি এ সংক্রান্ত বৈঠক করে। বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নীতিমালা প্রণয়ন এবং আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর কার্যক্রম মূল্যায়নের পর কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা একটি খসড়া প্রস্তুত করেছি, যা কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সংস্থার নিবন্ধন বাতিল হবে, তবে খসড়ার বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলো পাঁচ বছরের জন্য অনুমোদন পেলেও নতুন নীতিমালার আলোকে তাদের আবার আবেদন করতে হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
 

কানন

×