ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন, একটা গ্রহণযোগ্য নির্বাচন: মান্না

প্রকাশিত: ২২:৫১, ২০ মার্চ ২০২৫

সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন, একটা গ্রহণযোগ্য নির্বাচন: মান্না

১৯ মার্চ, ইস্কাটনের লেডিজ ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন,“যে প্রশ্নটা উঠেছে, এই ১৬৬ জনের মধ্যে কেটে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নাই। একেবারে স্পষ্ট করে যদি এই সময়ের রাজনীতির কথা বলতে হয়, তাহলে আমাদেরকে সংস্কারের কথা বলতে হবে।”

মান্না আরও বলেন,"ফকরুল ভাই বললেন, ১৬৬টা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এক ধরনের এমসিকিউ পদ্ধতি। চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না। পড়তে হবে, বুঝে তারপরে বলতে হবে। তবে যে প্রশ্নটা উঠেছে, এই ১৬৬ জনের মধ্যে কেটে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নেই। আবার বড় মানে যদি ১৬৬ হয়, তাহলে ওটা বড়। আমি এরকম করে বুঝি সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন, সেটা করতে হবে।”

তিনি দেশের গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,“প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের, যেখানে সবাই খুব খুশি মনে ভোট দিতে পারবে। সবাই যেরকম ভোট দেবে, সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবেন।”

নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে তিনি বলেন,“কে জিতবেন ক্ষমতায়, কে যাবেন আমি জানি না। আমি যাব, এরকম আশা করি না। কিন্তু ফকরুল ভাই যদি যায়, আমার যে মন খারাপ হবে, সেরকম না। অন্য যে কেউ যদি যায়, তাও আপত্তি করবার কারণ নেই। গণতন্ত্র মানেই এরকম যে ভিন্ন মতের মানুষকে আপনি সহ্য করবেন।”

রোজার মাসে দেশবাসীকে সংযম এবং ধৈর্যের উপদেশ দেন মান্না,“আমি চাই এই রোজার মাসে সবার মধ্যে সংযম হোক, ধৈর্য হোক। নিজের কথা বলেন, অন্যের কথা শোনেন। নিজের কথা বলেন, অন্যে যাতে কথা বলতে পারে, সেইরকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করার জন্য কাজ করুন। নিজের শক্তি প্রতিষ্ঠায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না। এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন—ওই রাজনীতি এখন চলবে না।”

এছাড়া, তিনি বলেন,“রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণপুত্থানের শিক্ষাই বলেন, সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদেরকে একটা দেশ গড়তে হবে, নতুন দেশ, নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ।”

মান্নার বক্তব্য থেকে স্পষ্ট হয়, দেশের ভবিষ্যত নির্ভর করছে সংলাপ, গণতন্ত্র ও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর।

আফরোজা

×