
ছবি: সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টকবী গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে মোঃ মহব্বত (১৮) সড়ক দুর্ঘনার শিকার হয়ে পঙ্গু হতে বসেছে।
চট্রগ্রাম শহরে ভ্যান গাড়ি চালাত মহব্বত। একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় তার ডান পা ভেঙে গেছে। সে এখন ঢাকার মগবাজার ওয়্যারলেস রেল গেটের ঢাকা কমিউনিটি হাসপাতালে চিৎসাধীন। তার চিকিৎসার জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। এই টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।
এমতাবস্থায়, মহব্বতের চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
সাহায্য পাঠাতে-
বিকাশ: ০১৭৫১৫০৫১৯০ (চাচা মিরাজ)।
মহব্বতের বোন: ০১৭৭৫৮৯২২০৯।
ঘোষণা: দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্ট বা বিকাশ নম্বর ও অন্যান্য মাধ্যমে দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোনো দায়ভার গ্রহণ করবে না।
রাকিব