
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতাইল এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা করার দায়ে তার প্রতিবেশী মোহাম্মদ রফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে শিশুটির পরিবার ও সমাজের জন্য একটি ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, রফিকুল ইসলাম তার প্রতিবেশী শিশুটিকে ধর্ষণ করার পর তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন ভোরে শিশুটি প্রাকৃতিক কাজের জন্য বাথরুমে যাচ্ছিল, তখন আসামি তাকে ডেকে তার রুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ এবং হত্যা করে। এই ঘটনায় আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীও রয়েছে।
দীর্ঘ আট বছর পর বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হেপি রায় ঘোষণা করেন, যেখানে রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের মাধ্যমে তারা এক ধরনের ন্যায়বিচার পেয়েছেন, তবে তারা মনে করেন যে এই ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "আজকের রায়ের মাধ্যমে আমরা একটি নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার পেয়েছি এবং আদালত সঠিকভাবে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে।"
বিচারক রায়ের পর মন্তব্য করেছেন, "এই ধরনের অপরাধের মাধ্যমে সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। আমরা আশা করি, এই রায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/b9ly7KV9N6w?si=P_Og7AtfDGb1cMYL
এম.কে.