ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভুয়া তথ্য দিয়ে ডব্লিউএইচও তে চাকরির অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২১:৫৯, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২২:০১, ২০ মার্চ ২০২৫

ভুয়া তথ্য দিয়ে ডব্লিউএইচও তে চাকরির অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য ও মিথ্যা যোগ্যতা প্রদর্শনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এটি ছাড়াও আরও একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের উপপরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে দুটি মামলা করেন।

এক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদপ্রাপ্তির জন্য ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলায় সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তা নেওয়ার পর তা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এ মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের আওতাভুক্ত ব্যাংকগুলোর জন্য বরাদ্দ সিএসআর তহবিল থেকে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, মামলাগুলোর তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সায়মা ইসলাম

×