
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সম্প্রতি একটি আবেগময় ফেসবুক পোস্টে দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বরিশাল থেকে ফিরে, পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ পরিবারের এক মেয়ের সাথে সাক্ষাৎ করেন, যিনি সম্প্রতি ধর্ষণের শিকার হন।
ডা. তাসনিম জারা বলেন,ঘটনাটা বলতে বলতে সে এমন একটা কথা বলল, যা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না।
“আমি বিচার চাই, কারণ আমি এই দেশের নাগরিক। শহীদের মেয়ে বলে আলাদা করে বিচার চাই না। আমি চাই, এই দেশটা এমন হোক যেখানে সব মেয়েরা নিরাপদ থাকবে।”
কী স্পষ্ট চিন্তা! কী দুর্দান্ত সাহস এই ছোট্ট মেয়েটার! এতটুকু বয়সে, এত বড় সহিংসতার শিকার হয়েও এরকমভাবে সবাইকে নিয়ে ভাবছে। মনে হচ্ছিলো ও শুধু নিজের নয়, দেশের প্রতিটা মেয়ে, প্রতিটা নারীর হয়ে কথা বলছে।ওর কথাগুলো এখনো বুকের ভেতর পাথরের মতো জমে আছে।”
ডা. তাসনিম জারা তাঁর পোস্টে লেখেন,"এমন ছোট্ট বয়সে, সে শুধু নিজের জন্য নয়, দেশের প্রতিটি মেয়ে, প্রতিটি নারীর হয়ে কথা বলছে। এই সাহসী কিশোরী আসলে আমাদের সমাজের জন্য একটি শিক্ষা।"
ডা. তাসনিম জারা আরও বলেন, "আমরা এমন দেশ চাই, যেখানে কোনো মেয়ে আর একা থানায় দাঁড়িয়ে বিচার চাইতে না হয়। যেখানে তাদের অধিকার সবসময় প্রতিষ্ঠিত থাকবে এবং তারা নিরাপদ থাকবে।"
এভাবে, ডা. তাসনিম জারা তার পোস্টের মাধ্যমে নারী নিরাপত্তা এবং সমতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কঠোর দাবি জানান। তিনি তার আবেগপূর্ণ ভাষায় শহীদ পরিবারের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছেন।
আফরোজা