ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ও ঘটনাটা বলছিল আর আমি মুখোমুখি বসে শুনছিলাম, প্রতিটা শব্দ বুকের মধ্যে এসে আঘাত করছিল: তাসনিম জারা

প্রকাশিত: ২১:৪৬, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪৭, ২০ মার্চ ২০২৫

ও ঘটনাটা বলছিল আর আমি মুখোমুখি বসে শুনছিলাম, প্রতিটা শব্দ বুকের মধ্যে এসে আঘাত করছিল: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সম্প্রতি একটি হৃদয়বিদারক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যখন তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ পরিবারের এক মেয়ে, যিনি ধর্ষণের শিকার, তার সাথে সাক্ষাৎ করেন। এই মেয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা ডা. তাসনিম জারাকে বলেছিলেন।
শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানুবাড়ি থেকে ফিরছিল মেয়েটি। পথেই ওর জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।


ডা. তাসনিম জারা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, "ও ঘটনাটা বলছিল আর আমি মুখোমুখি বসে শুনছিলাম, প্রতিটা শব্দ বুকের মধ্যে এসে আঘাত করছিল। মনে হচ্ছিল, আমরা কতটা ভঙ্গুর একটা সমাজ তৈরি করেছি, যেখানে এমন ঘটনা ঘটে।"


তিনি বলেন, "মেয়েটি একা থানায় গিয়ে বিচার চেয়েছিল। তার পাশে কেউ ছিল না। মায়ের সঙ্গে শহীদ বাবার মামলার জন্য ঢাকায় ছিলেন। অথচ একটি ছোট মেয়ে একা থানায় গিয়ে এমন ঘটনা বলতে বাধ্য হয়, যা আমাদের সমাজের পক্ষে এক অবর্ণনীয় দুঃখজনক ঘটনা।"


এছাড়া, তিনি এই ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তা করে বলেন, "আমরা এমন সমাজ তৈরি করতে চাই, যেখানে ছোট্ট মেয়েটিকে আর একা থানায় গিয়ে বিচার চাইতে হবে না।"


ডা. তাসনিম জারা সমাজের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন এবং মেয়েদের নিরাপত্তা ও তাদের অধিকার সুরক্ষিত করার জন্য সরকারের প্রতি আর্জি জানিয়েছেন। তিনি শহীদ পরিবারের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছেন, যাতে এই পরিবারগুলোর সদস্যরা আর কখনোই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি না হন।


 

আফরোজা

×