
ছবি: সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আসর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, থানা বিএনপির সদস্য গোলাম সাকলাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন মিলন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটন, বদলগাছী সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বেলাল হোসেন ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ বিন হাফিজ লিখন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন না করে চীন সফরের সমালোচনা করে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, তিনি দিবসটি উদযাপন করে চীনে যেতে পারতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২৬ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডে থাকবেন না। ২৬ মার্চ জাতীয় প্যারেড না হলে জেলা উপজেলায় করে কি হবে? ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে ৫২ থাকবে, ৬৯ থাকবে, ৭১ থাকবে, ৯০ থাকবে এবং ৩৬ জুলাইও থাকবে।
মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ মিডিয়া বিএনপিকে চাঁদাবাজ বলে প্রচার করে। কিন্তু বিগত ১৭ বছর যখন বিএনপি নেতাকর্মীরা রাতের পর রাত ফসলের ক্ষেতে কাটিয়েছেন, মাসের পর মাস জেল খেটেছেন, মায়ের কবরে মাটি দিতে পারেনি, সন্তানের মুখ দেখতে পারেননি, বিনা অপরাধে ডান্ডাবেড়ি পড়িয়ে রেখেছে তখন এই মিডিয়া কোথায় ছিল? মিডিয়া একটা কথাও বলেনি। কারণ সাংবাদিকদের কলম চলতো ভারতের কথায়।
পরিশেষে দলের শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল শাহাদাত বরণকারী নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মেহেদী হাসান