ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস হবে ঢাকা থেকেই, দিল্লি যেতে হবে না: প্রেস সচিব

প্রকাশিত: ২১:১০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২১:১০, ২০ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস হবে ঢাকা থেকেই, দিল্লি যেতে হবে না: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে সরাসরি ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা ইস্যু করা হবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে। এতদিন বাংলাদেশিদের ভিসা ইস্যু করা হতো নয়াদিল্লিতে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে, যা সময়সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ ছিল।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান। ফোনালাপের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি উপদেষ্টা পরিষদকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন। এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরে এলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিসা ইস্যু প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এতদিন ঢাকায় অস্ট্রেলিয়ার একটি পূর্ণাঙ্গ হাইকমিশন থাকলেও সব ধরনের ভিসা ইস্যু করা হতো নয়াদিল্লির অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে। এর ফলে ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লেগে যেত এবং ভিসা পাওয়ার হারও তুলনামূলকভাবে কম ছিল।

অস্ট্রেলিয়ার এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

মো. মহিউদ্দিন

×