
প্রেস সচিব শফিকুল আলম
বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। দেশটিতে এসব ফল রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশের বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে চীন সরকারকে বাংলাদেশি ফল আমদানির অনুরোধ জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় চীন সরকার এখন আম, পেয়ারা ও কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশ থেকে চীন ফল আমদানি করলে আমাদের কৃষিখাতে একটি বড় রপ্তানি বাজার তৈরি হবে। বিশেষ করে কাঁঠাল আমরা বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারবো। এছাড়া চীনারা ইতোমধ্যে বাংলাদেশের আম পছন্দ করছেন, যা দেশটিতে আম রপ্তানিরও বড় সুযোগ তৈরি করবে।”
তিনি আরও জানান, আম রপ্তানির ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হয়। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) বাংলাদেশকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন। সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা। পাশাপাশি, বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বিনিয়োগে আগ্রহী করাও অন্যতম উদ্দেশ্য।
প্রেস সচিব বলেন, “কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে, যেখানে বাংলাদেশি রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। এতে আমরা উন্নতমানের স্বাস্থ্যসেবা ঘরে বসেই পেতে পারি।”
তিনি আরও জানান, ড. ইউনূস চীনের হেলথকেয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগ আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে এক লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এসব পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আশিক