
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামগতি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
রামগতি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক রামগতি পৌর মেয়র সাহেদ আলী পটুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মর্তুজা আল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন, সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহাজাদা প্রিন্সসহ সহযোগী সংগঠনের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা হলো বৈষম্যহীনতা। সত্য কথা তুলে ধরতে হবে, ন্যায়ের কথা বলতে হবে। কোনো লাভ হবে না, যদি ন্যায়ের কথা বলতে না পারি, হকের কথা বলতে না পারি। সত্য ইতিহাস তুলে ধরতে হবে, ন্যায়ের কোন বন্ধুত্ব নেই।
তিনি আরও বলেন, 'একবার পট-পরিবর্তন হলে মানুষ পরিবর্তন হয়, যে এমপি হওয়ার কথা এমপি হয়, মন্ত্রী হয়, যে ধনী হয়ে যাওয়ার কথা, সে ধনী হয়ে যায়। কিন্তু গরীব মানুষের কোনো পরিবর্তন হয় না। কৃষকের কোনো পরিবর্তন হয় না, শ্রমিকের পরিবর্তন হয় না। পরিবর্তন হয় আমাদের কিছু লোকের। বিএনপি আসলে আমি ভালো থাকি, আওয়ামীলীগ আসলে আরেকজন ভালো থাকে। কোটি কোটি টাকার মালিক হয়ে যায়- পরিবর্তন তো কেবল এটাই। নেতাদের পরিবর্তন হয়, সাধারণ মানুষের পরিবর্তন হয় না।'
বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজাম আরও বলেন, 'আট মাস হয়ে গেলো! বলেন তো সাব রেজিস্ট্রার সাহেব কি ঘুষ খাওয়া বন্ধ করছে? থানা প্রশাসন কি ঘুষ খাওয়া বন্ধ করছে? ইউএনও প্রশাসন কি ঘুষ খাওয়া বন্ধ করছে? ৫ তারিখ রাতে এই প্রশাসন, এই লোকগুলোই তো ছিলো! আমরা রামগতির সাধারণ মানুষ তাদেরকে কোলের মধ্যে রেখেছি। কোথাও একটা টোকা পড়েনি। সরকারি স্থাপনা, থানা কিংবা ইউএনও সাহেবের কি একটা টোকা পড়েছে? না পড়েনি। তাহলে উনারাই তো বলতে পারে হাজার হাজার ছেলে রক্ত দিলো, জীবন দিলো। ৫৪ বছরে কোন পরিবর্তন হয়নি, স্ব স্ব প্রশাসন তাদের অফিসারদের নিয়ে শপথ করে বলবে, এটি হবে মডেল উপজেলা। রামগতিতে আজ থেকে কোনো ঘুষ দুর্নীতি চলবে না।'
আলোচনা সভায় উপজেলার শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ নেতাকর্মীরা অংশ নেন।
বিনু/রাকিব