ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকা থেকেই

প্রকাশিত: ২০:৫৬, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২১:০১, ২০ মার্চ ২০২৫

দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকা থেকেই

ছবি: সংগৃহীত

বিশ্বের মধ্যে অন্যতম শান্তিপ্রিয় দেশ অস্ট্রেলিয়া। তাই এই দেশে যেতে আগ্রহ প্রকাশ করে অনেকেই। আর এমন আগ্রহ থেকে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। তবে অস্ট্রেলিয়া যেতে কত টাকা প্রয়োজন কিভাবেই বা যাবে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খায় সবাই।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে প্রথম বিড়ম্বনা তা হলো আরেক দেশ ভারতের নয়া দিল্লিতে গিয়ে করতে হয় ভিসা প্রসেসিং। তবে এবার আর দিল্লি নয়, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা। ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশন থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেবে।

গেল বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধের প্রায় পাঁচ মাস পর বৃহস্পতিবার জানা গেল এই সুখবর। দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা টনি বার্ক এক ফোনালাপে এমন তথ্য জানিয়েছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সিদ্ধান্তটি অস্ট্রেলিয়া সরকার অবিলম্বে কার্যকর করবে বলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিফিং-এ এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, "গত ৩১শে অক্টোবর টনি পার্ক বাংলাদেশে এসেছিলেন। তখন তার সাথে চিফ এডভাইজারের কথা হয়েছিল। চিফ এডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকা থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে।"

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চার ধরনের ভিসার মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে। স্টুডেন্ট, টুরিস্ট, মেডিকেল ও ওয়ার্ক পারমিট ভিসা। তবে নতুন সিদ্ধান্তে এই বিষয়ে কোন পরিবর্তন আসবে কিনা তা জানা যায়নি।
 

সূত্র: https://www.youtube.com/watch?v=y-mX8gU89mo

আবীর

×