ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় নেমেছে, দাবি কোস্টগার্ডের

প্রকাশিত: ১৯:৪৩, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৪৬, ২০ মার্চ ২০২৫

চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় নেমেছে, দাবি কোস্টগার্ডের

ছবি: সংগৃহীত

মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান প্রতিরোধ, সমুদ্র ও নদীপথে চুরি ও ডাকাতি দমন, অবৈধ মাদক ও মানবপাচার রুখতে বরাবরই সক্রিয় বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত ৫ আগস্টের পর থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নদী তীরবর্তী অঞ্চলে বালুখেকোদের তৎপরতা বেড়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় কোস্টগার্ড বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

সংস্থাটির দাবি, তাদের কঠোর নজরদারি ও অভিযান চালানোর ফলে চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্র: https://www.facebook.com/share/v/1GpveAkHcU/

আবীর

×