ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভোলায় গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৯:৩২, ২০ মার্চ ২০২৫

ভোলায় গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

ভোলার দক্ষিণ আইচা থানায় একটি গণধর্ষণ মামলার এজারভুক্ত দুই আসামি মোঃ আক্তার (২০) ও মোঃ মনিরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামিরা দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের এক নারীকে গত বছরের ৬ মার্চ মধ্যরাতে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভদ্রপাড়া আজাহার মাষ্টার বাড়ি সংলগ্ন মেঘনা নদীর তীরে আটককৃত আসামিরা গণধর্ষণ করে এবং মোবাইলে এর ভিডিওচিত্র ধারণ করে।

এই ঘটনায় দক্ষিণ আইচা থানায় এবছর ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে যশোর মনিরামপুর থেকে মোঃ আক্তার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মোঃ মনিরকে স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভোলায় নিয়ে আসা হয়।

রাকিব

×