ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভোলা খাল খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৯:১৯, ২০ মার্চ ২০২৫

ভোলা খাল খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

ভোলা খালে খননকার্য ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া এ খালটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর সাথে সংযোগ সৃস্টি করেছে। এক সময় এই খাল দিয়ে বড় বড় নৌযানে বাণিজ্যিক মালামাল পরিবহন করা হতো। কিন্তু অবৈধ দখল ও দূষণে খালটি এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত জোয়ার-ভাঁটা।

বক্তারা আরও বলেন, এক সময় ভোলার প্রতিটি উপজেলায় উৎপাদিত খাদ্যশষ্য আনা-নেওয়া করা যেতো এ খাল ব্যবহার করে। ভোলা শহরের মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হতো এ খাল। কালের বিবর্তনে এটি আজ মৃতপ্রায়। দখল-দূষণে মরতে বসেছে এটি। তাই এর দুপাশ দখলমুক্ত করে পুনরায় খনন করা হোক, যাতে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাব না পড়ে।

খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে জোয়ার-ভাঁটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ ভোলা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডসহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ  জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মীর মো. বেলায়েত হোসেন, নারী নেত্রী মুক্তি আক্তার, সাংবাদিক সোলাইমান, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সাদ্দাম হোসেন, তরুণ সংগঠক আল-আমীন প্রমুখ।

রাকিব

×