
সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, 'আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনায় এসেছে। তা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। আমি যখন এ কথাগুলো শুনি, তখন আমার রাসেলস ভাইপার সাপের কথা মনে হয়। শেখ হাসিনা যাওয়ার পর এই সাপটাও চলে গেছে।আমি জানি না বিষয়টা এমন কেন,বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদ তো পয়সা-টয়সা নেয় না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছেন, তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই। এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি। আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ।
তিনি বলেন, 'আমরা একে অপরের কাছ থেকে শিখি। আমরা একসঙ্গে কাজ করছি, এটাও দুর্নীতি কমার একটি লক্ষণ।
আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে। এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তবে, দুর্নীতি শেষ হয়ে যায়নি, শেষ হওয়া বেশ কঠিন।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে। সামনে আরও কমবে।'
তিনি আরো বলেন আমি যখন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি আমাকে এসে বলে ভাই কেমন লাগে।হোয়াট ইজ দিস কোশ্চেন?মানে আমি কি এখানে মজা করার জন্য এসেছি।ভাই কেমন লাগে এটা কি ধরণের প্রশ্ন।
ফুয়াদ