ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাঁশখালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:০০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০০, ২০ মার্চ ২০২৫

বাঁশখালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন কাজী শহীদুল ইসলাম, মো. জোবায়ের, মো.আজম ও মো. তৌহিদ। এদের সবার বাড়ি বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ জুলাই বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বাঁশখালীর কাথারিয়ার ইউনিয়নের হালিয়া পাড়া সীমান্তে সমুদ্র সংলগ্ন ঝাউবাগানে বেড়াতে যায়। এসময় স্থানীয় বখাটে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী মামলা করার জন্য থানায় গেলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। ধর্ষকরা ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ বিষয়ে আদালতে মামলার উদ্যোগ নেন।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটির যুগ্ম আহবায়ক, জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসিরউদ্দিন পত্রিকায় সংবাদ দেখে ভুক্তভোগীর মা ছৈয়দ নাসিমা আরাকে ডেকে এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করান।

অ্যাডভোকেট নাসিরউদ্দিন বলেন, আদালত পিবিআই চট্টগ্রামকে এই নারী নির্যাতন মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছিলেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাকিব

×