ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: সেলিমুজ্জামান

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৮, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৮, ২০ মার্চ ২০২৫

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: সেলিমুজ্জামান

ছবি: ভাবড়াশুর যুবদল আয়োজিত ইফতার মাহফিল

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভাবড়াশুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ভাবড়াশুর ইউনিয়ন যুবদল এ ইফতার মাহফিলের আয়োজন করে। 

ভাবড়াশুর যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 


ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক হোসেন মিনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির হোসেন ঝন্টুর সঞ্চালনায় মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি ফিরোজ আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, বাটিকামারী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সরকারি মুকসুদপুর কলেজের সাধারণ সম্পাদক মোঃ  মহাসিন মোল্যা, সাংগঠনিক সম্পাদক কাজী নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।


 এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির প্রচার সম্পাদজ শরিফুল রোমান, উপজেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সহ সাধারণ সম্পাদক জাহিদুল সরদার শ্রাবণ, সহ - সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম তানভীর, ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদলের সহ - সভাপতি শেখ সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভা শেষে দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ তারেক রহমানের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, বিগতদিনের সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। তিনি দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।

শিলা ইসলাম

×