ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আল্লাহর প্রতি অবিচল ঈমান ও আস্থা হতে হবে সংবিধানের মূলনীতি: জামায়াত

প্রকাশিত: ১৮:৫৫, ২০ মার্চ ২০২৫

আল্লাহর প্রতি অবিচল ঈমান ও আস্থা হতে হবে সংবিধানের মূলনীতি: জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কমিশনের কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট এই সংস্কার প্রস্তাব জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যেখানে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদে একমত প্রকাশ করেছে জামায়াত। এছাড়া সংবিধানে মূলনীতিতে আল্লাহর প্রতি অবিচল ঈমান-আস্থা ফিরিয়ে আনতে মত দিয়েছে জামায়াত।

কমিশনে পাঁচটি বিষয়ের উপর প্রস্তাবনা পেশ করেন তারা। যার মধ্যে রয়েছে-  সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন।  

সংস্কার প্রস্তাব জমা শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর জামায়াতে ইসলামীর যে মতামত আমরা সুলিখিতভাবে দিয়েছি। এই পাঁচটি বিষয়ের ওপর দলের নেতারা, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ও আমাদের টেকনিক্যাল টিম যথেষ্ট সুন্দর ও গ্রহণযোগ্য, যথার্থ ও উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। জামায়াতের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার যারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারেন না তাদের এড়াতে বলা হয়েছে। 

নির্বাচনের ব্যাপারে মতামত প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, আমরা বলেছি পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির কথা। পৃথিবীর গণতান্ত্রিক ৬০টির বেশি দেশে এটা চালু আছে। সংবিধানের অনেক জায়গায় আমরা মতামত দিয়েছি। নতুন নতুন বিষয় আসছে।

সংবিধানের মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের মূলনীতির বিষয়ে আমরা আল্লাহ তা’য়ালার ওপরে অবিচল ঈমান ও আস্থার রাখার কথা বলেছি। সংবিধানে সাম্য, গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রসঙ্গে আমরা বহাল রেখেছি। ওনাদের সুপারিশে আমরা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে নতুন প্রসঙ্গ আসছে। সেটার ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত হইনি। সেখানে আমরা সুনির্দিষ্ট মতামত ও বক্তব্য দিয়েছি।

জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য ও অসন্তোষ বিরাজ করছে, সেখানে আমরা মধ্যম পন্থায় সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন চলতে পারে, কেউ যেন প্রশাসনকে অস্থির করতে না পারে, অসন্তোষ, বৈষম্য যেন না থাকে সেজন্য আমরা মতামত দিয়েছি। বিচার ব্যবস্থা ও নির্বাচনের ব্যাপারে নতুন প্রপোজাল আসছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া আসছে। সেখানে আমরা কিছু মতামত দিয়েছি। আমরা একমত হয়েছি, তবে কিছু কমেন্টস করেছি। হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজড করার জন্য ডিভিশনাল বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাবনা ছিল। আমরা সেখানেও কিছু সুনির্দিষ্ট মন্তব্য করেছি। কবে পক্ষে মতামত দিয়েছি। কারণ এতো এতো মামলা পেন্ডিং। মানুষ তো বিচার পাচ্ছে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের সংস্কারমূলক কাজে আমরা সহযোগিতা করছি। তবে এটা এতো কঠিন কাজ যে, সব দলকে একটা মতের ব্যাপারে একমত করা সত্যিই কঠিন কাজ। 

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে জানতে চাইলে জামায়াত সেক্রেটারি বলেন, আমরা মতামত দিয়েছি। রাখার পক্ষে বলেছি তবে সেখানে ব্যাখ্যাও দিয়েছি। আস্থাভোট, বাজেট এ সম্পর্কে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কীভাবে দায়িত্ব পালন করবে সে ব্যাপারে মতামত দিয়েছি। 

গণপরিষদ নির্বাচন নিয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, দুই তিন রকমের মতামত তো আছেই। কোনো দেশে গণপরিষদ নির্বাচনের প্রয়োজন হয় নতুন সংবিধানের প্রয়োজন হলে। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করা হয়। সেই কাজটা কখনো পার্লামেন্টেও হতে পারে আবার গণপরিষদও হতে পারে। সবটাই সুযোগ সেখানে আছে। আমাদের তো একটা পার্লামেন্ট বিদ্যমান আছে। একেকটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি কর্মসূচি থাকতেই পারে তা দোষনীয় কিছু নয়। সে ব্যাপারেও মতামত দিয়েছি।

তিনি বলেন, মূল কথা জুলাই আগস্টের যে চেতনা সে অনুযায়ী সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার। দুই হাজার মানুষের জীবন দান, ত্রিশ হাজার মানুষের আহত হওয়া এসব তো চেতনার ভিত্তিতেই হয়েছে। সেই চেতনা হচ্ছে ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া। লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলোকে করাপ্ট ও তছনছ করা হয়েছে। এগুলোকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের জাতীয় ঐক্যমত্য আছে। সুতরাং কমন বিষয়ে যেন আমরা একমত হতে পারি।

জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাই না। ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে আমরা মতামত দিয়েছি। ধর্ম নিরপেক্ষতা শব্দের যে ব্যাখ্যা ও ব্যবহার তা আমরা পছন্দ করি না।

নির্বাচন সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত আগে থেকেই নির্বাচনের সময়সীমা নিয়ে যে অবস্থান সেই অবস্থানেই আছে। আমরা সময় কখনো বেঁধে দেইনি। আমাদের কাছে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া গুরুত্বপূর্ণ। নির্বাচনটা যদি চৌদ্দ, আঠারো বা চব্বিশের মতো হয় তাহলে তো ছয় মাস, দুবছর ৫ বছর অপেক্ষা করেও লাভ নেই। পনেরো বছর যদি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করে থাকি তাহলে সেই নির্বাচনের জন্যই মিনিমাম সংস্কার করার প্রয়োজন, সেজন্য যৌক্তিক সময় দিতে আমরা প্রস্তুত। সেটা যেটাই হোক। দুয়েক মাস আগে পিছের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। সে জন্য আমরা কোনো রোডম্যাপ ও ডেডলাইন বলি নাই। নির্বাচনের রোডম্যাপ ও ডেডলাইন দেওয়া উচিত সরকারের।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

আফরোজা

×