ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

দাউদকান্দিতে ভাঙ্গারী ব্যবসায়ী যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৮:৫৩, ২০ মার্চ ২০২৫

দাউদকান্দিতে ভাঙ্গারী ব্যবসায়ী যুবকের মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার তালতলী এলাকার এক্সপিড সিএনজি পাম্প সংলগ্ন ঝোপের ভিতর থেকে সানাউল্লাহ নামের ভাঙ্গারী ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় দিকে স্থানীয় কয়েকজন লোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝোপের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে গেলে অজ্ঞাত যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ 

মৃত মোহাম্মদ সানাউল্লাহ (৫০) দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের পাঁচআনী মহল্লার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।

চেঙ্গাকান্দি গ্রামের রেহান উদ্দিন ও মোস্তফা জানান, সানাউল্লাহ দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে এসে পরিবার নিয়ে উপজেলার শহীদনগর শশুর বাড়ি এলাকায় বসবাসের পাশাপাশি ভাঙ্গারী ব্যবসা করতেন। গত কয়েকদিন আগে বিভিন্ন গ্রাম থেকে ভাঙ্গারী সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হোন সানাউল্লাহ৷ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পৌরসভার তালতলী এলাকার এক্সপিড সিএনজি পাম্প সংলগ্ন ঝোপের ভিতর থেকে সানাউল্লাহ মরদেহ উদ্ধার করে পুলিশ৷ মরদেহটির সঙ্গে থাকা একটি মোবাইল ফোন পাওয়া যায়৷ তার সূত্র ধরেই মরদেহটির পরিচয় সনাক্ত করা হয়৷

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু।

আবীর

×