ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

১৯৭১ সালে জামায়াত ভুল করেনি, সক্রিয়ভাবে অপরাধ করেছে: নূরুল কবির

প্রকাশিত: ১৮:৪৯, ২০ মার্চ ২০২৫

১৯৭১ সালে জামায়াত ভুল করেনি, সক্রিয়ভাবে অপরাধ করেছে: নূরুল কবির

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও বিশ্লেষক নূরুল কবির বলেছেন, জামায়াতে ইসলামী শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল করেনি, বরং ১৯৭১ সালে তারা সক্রিয়ভাবে অপরাধ করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার পাশে দাঁড়িয়ে তারা যে হত্যাযজ্ঞে সহায়তা করেছে, তা শুধুমাত্র একটি রাজনৈতিক বিভ্রান্তি নয়, এটি একটি ভয়াবহ অপরাধ।

সম্প্রতি একটি আলোচনায় তিনি বলেন, জামায়াতের কিছু নেতা আজকাল এমন বক্তব্য দিচ্ছেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা মাত্র। তারা স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার না করলেও, নিজেদের অবস্থানকে নিরপেক্ষ বা ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, "একটি রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্ত নেওয়া এক জিনিস, কিন্তু সরাসরি গণহত্যার সহায়তা করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। জামায়াত পাকিস্তানের পক্ষে গিয়ে শুধু ভুল করেনি, বরং অপরাধ করেছে।"

তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসব বামপন্থী ও জাতীয়তাবাদী দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে জামায়াত এখন মিথ্যা প্রচার চালাচ্ছে। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের একটি সাম্প্রতিক প্রকাশনায় দাবি করা হয়েছে, সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, অথচ বাস্তবে এই দলগুলো স্বাধীনতার জন্য লড়াই করেছে।

নূরুল কবির বলেন, সর্বহারা পার্টি ১৯৭১ সালের মার্চের প্রথম দিক থেকেই মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং আওয়ামী লীগের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছিল। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ১৯৬৭ সাল থেকেই ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অথচ জামায়াত এখন নতুন বয়ান তৈরির মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।

সম্প্রতি জামায়াতের এক নেতা বলেছেন, "যদি আমরা ভুল করে থাকি, তবে আমরা দুঃখিত," —এ প্রসঙ্গে নূরুল কবির বলেন, এটি নিছক রাজনৈতিক চালবাজি। কারণ এটি ভুল ছিল না, এটি ছিল পরিকল্পিত অপরাধ। রাজনীতিতে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু জামায়াতের অপরাধ ছিল জনগণের বিরুদ্ধে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো কোনো রাজনৈতিক ভুল নয়, এটি একটি অপরাধ।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জামায়াতের ভেতরে বিভক্তি থাকলেও তাদের আসল উদ্দেশ্য পরিবর্তন হয়নি। তাদের একাংশ নতুন দল গঠন করলেও, মূল জামায়াত ইতিহাস বিকৃতির মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি মনে করেন, স্বাধীনতার ইতিহাসকে সুরক্ষিত রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানাতে সবাইকে সচেতন থাকতে হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/QQyfhJ1BDh8?si=KZSULv5r2Fbr5Vko

এম.কে.

×