ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রকাশ্যে উৎপাদিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন, বিপর্যস্ত জনজীবন!

মো. ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৭:৪৮, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫০, ২০ মার্চ ২০২৫

প্রকাশ্যে উৎপাদিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন, বিপর্যস্ত জনজীবন!

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরের পালপাড়া এলাকায় প্রকাশ্যে উৎপাদন করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। কারখানাটিতে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ কেজি পলিথিন তৈরি করা হচ্ছে। সরকারের অনুমোদন ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় চলছে এই উৎপাদন কার্যক্রম।

পলিথিন তৈরির কাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরাতন প্লাষ্টিক। এসব পুরাতন প্লাষ্টিক রিসাইকেল করার সময় এর গন্ধে এলাকার শিশুসহ লোকজন শ্বাস-প্রশ্বাসে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া প্লাস্টিক ও পলিথিন পোড়ানোর ফলে বায়ুদূষণসহ এলাকার সার্বিক পরিবেশও বিপর্যস্ত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কালিয়াকৈর বাজারের পাশেই জনবহুল এলাকা পালপাড়ায় প্রকাশ্যে পুরাতন প্লাষ্টিকে আগুন দিয়ে গলিয়ে পলিথিন তৈরি করা হচ্ছে। প্লাষ্টিকের গন্ধে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম।

বর্জ্য পদার্থ এমন রিসাইক্লিংয়ের মাধ্যমে উৎপাদিত পলিথিন ব্যাগ শুধু অতিপ্রয়োজনীয় পানি এবং মাটির মারাত্মক দূষণই ঘটাচ্ছে না, বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারের সৃষ্টি করছে, বিষাক্ত করছে তুলছে খাদ্যসামগ্রীও। ব্যবহৃত পলিথিন গলিয়ে আবার ব্যবহার করায় এতে রয়ে যাচ্ছে বিষাক্ত কেমিক্যাল, যা থেকে ক্যান্সার, চর্মরোগ, লিভারও কিডনি ড্যামেজসহ জটিল রোগের সৃষ্টি হচ্ছে।

পলিথিন থেকে ফেনল নামক এক ধরনের রাসায়নিক নির্গত হয় এবং খাদ্যদ্রব্যের সঙ্গে মিশে যায়। এছাড়া পলিথিন মাটির সঙ্গে মেশে না, বরং মাটির উর্বরতা নষ্ট করে। ডাস্টবিনে ফেলা এসব পলিথিন বৃষ্টির পানির সঙ্গে পৌরসভার ড্রেনে ঢুকে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে। পলিথিনের ক্ষতিকর প্রভাবের শিকার মানুষ ছাড়াও বিপুলসংখ্যক পাখি, জলজ প্রাণি।

এ ব্যাপারে কারখানার মালিক আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পলিথিনের ব্যাগ সব জায়গায়ই চলে। সারা দেশেই পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি। অন্যরা যদি করতে পারে, আমি কেন তৈরি করতে পারব না।'

তিনি দাবি করেন, পলিথিন উৎপাদনের জন্য সরকারের কাছ থেকে তিনি অনুমোদন নেওয়ার জন্য চেষ্টা করছেন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এখানে যে পলিথিন কারখানা আছে, তা আমার জানা ছিলো না। সংবাদ পাওয়ার সাথে সাথে ওই কারখানার খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।' আগামী দুই একদিনের মধ্যেই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কারখানা উচ্ছেদসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রাকিব

×