ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটার সংখ্যা কত, জানা গেল

প্রকাশিত: ০৮:৪৭, ২০ মার্চ ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটার সংখ্যা কত, জানা গেল

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশই হবে তরুণ ভোটার। এক্ষেত্রে সরকার গঠনে তরুণদের ভোট বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

সম্প্রতি ইসির তৈরি করা বয়স ভিত্তিক ভোটার তালিকা থেকে এসব তথ্য জানা যায়।

ইসি কর্মকর্তা জানান, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে নতুন প্রায় চার কোটি ভোটার। যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ হবে আর এ তরুণ ভোটারদের উপর নির্ভর করবে আগামী নির্বাচন কোন দল সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে ভোটার রয়েছে ১২ কোটি ৪৪ লাখ। এর মধ্যে এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটারদের তরুণ ধরা হয়েছে যাদের সংখ্যা ৩ কোটি ৫ লাখ এর সঙ্গে আরও চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষে যুক্ত হবে আরও প্রায় ৫৭ লাখের বেশি। এতে মোট তরুণ ভোটার সংখ্যা দাঁড়াবে ৪ কোটির কাছাকাছি যা মোট ভোটারের ৩০ শতাংশ। বর্তমান ভোটার তালিকায় ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে ভোটার রয়েছে ১ কোটি ৫১ হাজার। এর পরের অবস্থানে ৩৪ থেকে ৪১ বছরের মধ্যে ভোটার ২ কোটি ৫৩ লাখ ভোটার। এছাড়া ৪২ থেকে ৬০ বছর পর্যন্ত ভোটার রয়েছে ৪ কোটি। ৬০ বছরের উপরে রয়েছে ১ কোটি ৮৬ লাখ ভোটার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিক তুলে ধরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জুলাই-আগস্টে তরুণরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস গড়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে সামনের সারিতে ছিলেন তারা। একইসঙ্গে আন্দোলনে নেমে যারা মারা গেছেন ও আহত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ। সুতরাং আগামীতে বাংলাদেশে ফের যেন কোনো ফ্যাসিস্ট সরকারের উত্থান না ঘটে, সেজন্য তরুণদের ভূমিকা রয়েছে। বিশেষ করে সংস্কার ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে।

জানা গেছে, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে নতুন প্রায় চার কোটি ভোটার। তাদের ভোটের ওপর অনেকটা নির্ভর করবে আগামীতে কোন দল শাসনভার গ্রহণ করবে বাংলাদেশের। চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জুলাইকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক মহলে চলছে ভোটের হিসাব-নিকাশ।

গত দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৭২০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৪৮ জন ছিল। গত সংসদ ভোটে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছিল। এবার ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ১৩ কোটি ভোটার ভোট দিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে এর মধ্যে প্রায় ১ কোটি প্রবাসী ভোটার যাদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোট গ্রহণ করার পরিকল্পনাও হাতে নিয়েছেন নির্বাচন কমিশন।

সজিব

×