ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সরকারের যে হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য!

প্রকাশিত: ০৭:০৫, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০৭:০৬, ২০ মার্চ ২০২৫

সরকারের যে হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য!

ছবি:সংগৃহীত

গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যাওয়ার টিকিটের মূল্য ছিল অত্যন্ত চড়া। গ্রুপ বুকিং পদ্ধতির অপব্যবহারের কারণে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিয়ম প্রবর্তনের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য প্রায় ৭৫ শতাংশ কমেছে। বুধবার অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

 


আটাবের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের মনিটরিং ও নতুন বিধিনিষেধ কার্যকরের ফলে বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের মূল্য ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে নেমে এসেছে। এমনকি কিছু এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে মাত্র ৩৫ হাজার টাকায় টিকিট বিক্রি করছে। 


টিকিটের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধ ও বাজারে শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এই নির্দেশনার ফলে জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদসহ বিভিন্ন গন্তব্যের টিকিটের মূল্য বৃদ্ধি কমিয়ে আনা সম্ভব হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর, বিস্তারিত তথ্য এবং পাসপোর্টের ফটোকপি ছাড়া কোনো টিকিট বুক করা যাবে না। 

 

 

 


এই নিয়মের ফলে এয়ারলাইন্সগুলো তাদের আগে থেকে ব্লক করা টিকিট উন্মুক্ত করতে বাধ্য হয়েছে। এর ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে (CRS) সিট সহজলভ্য হয়েছে এবং টিকিটের মূল্য নিয়ন্ত্রণে এসেছে। 


সরকারের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এতে সাধারণ যাত্রীরা উপকৃত হচ্ছেন এবং বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে। আটাবের মতে, সরকারের এই উদ্যোগ টিকিটের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

 

সূত্র :https://youtu.be/8fJ4c32iyvI?si=RCRTdMz965Kavtth

আঁখি

×